
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত যাওয়ার সময় ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
শনিবার (২৬ এপ্রিল) সরাইল বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভারত যাওয়ার সময় বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাউহাটি নামক স্থান থেকে ২ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শ্রী গৌতম চন্দ্র দাস (৫৫), পিতা মৃত অধীর চন্দ্র দাস, করিমপুর, মুরাদনগর, কুমিল্লা। শ্রী কবিতা রাণী দাস (৪৫), গৌতম চন্দ্র দাসের স্ত্রী।
বিজিবি অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভারতের অভ্যন্তরে আগরতলায় বসবাসরত গৌতম চন্দ্র দাসের শাশুড়ি মৃত্যুবরণ করায় তার শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য গমনের সময় আটক হয়।
আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বিজয়নগর থানায় মামলা দায়ের ও থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে কোন প্রকার অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর। এ ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]