মৃত আওয়ামী লীগ নেতার নামে মামলা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১০:৫২
মৃত আওয়ামী লীগ নেতার নামে মামলা
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মৃত্যুর ৪ দিন পর আওয়ামী লীগ নেতার নামে থানায় মামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


মৃত বাবুল আকতার মন্ডল (৫৮) পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ডাকুনী গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে। তিনি বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।


শনিবার (২৬ এপ্রিল) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ডাকুনী গ্রামের বাসিন্দা ও বরিশাল ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক নওশাদ আমিন রুমন।


তিনি জানান, গত ১৫ এপ্রিল অসুস্থতা জনিত কারণে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাবুল আকতার। এলাকার সকল মুসল্লিদের অংশগ্রহণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ এপ্রিল (শনিবার) তালুককানুপুর ইউনিয়নের বেড়ামালঞ্চা গ্রামের ছলিম উদ্দিনের ছেলে ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি আজাদুল ইসলাম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় ২২১ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। ওই মামলায় তাকে ১৫৫নং আসামি হিসেবে এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে।


এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, শুনেছি মারা গেছে। তবে জানি না, আসলেই মারা গেছে কিনা। এ বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে।


বিবার্তা/নুর আলম/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com