
চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে সীমান্তে ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ৯ টার দিকে এক সংবাদ সম্মেলনে বিজিবির লে. কর্নেল গোলাম কিবরিয়া এসব তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির চকপাড়া বিওপির, সদস্যরা দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানিক কার্যক্রম ও টহল তৎপরতা বৃদ্ধি করে। পরে সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শাহাবাজপুর ইউনিয়নে অভিযান পরিচালনাকালে গাড়ির জন্য অপেক্ষারত ২ ব্যক্তি বিজিবি টহল দলকে দেখামাত্রই তাদের কাছে থাকা ২টি প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। অতঃপর বিজিবির টহল দল ক্যারেট দুটি তল্লাশি করে লাল টেপ দিয়ে মোড়ানো ৯৯ টি ককটেল এবং কাচের বোতল দিয়ে তৈরি করা ৪০ টি পেট্রোল বোমা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত দ্রব্যাদির বিষয়ে জিডি করে শিবগঞ্জ থানায় জমা করা হবে।
তিনি আরও বলেন, সীমান্তে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক জাতীয় দ্রব্যাদির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং দেশের সাধারণ জনগণের জানমাল রক্ষার্থে সীমান্ত এলাকায় বিজিবি'র অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
বিবার্তা/লিটন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]