মেলা শুধু উৎসব নয়, এটি সমাজে একতা ও শন্তি স্থাপক: মোশারফ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১০:৫৫
মেলা শুধু উৎসব নয়, এটি সমাজে একতা ও শন্তি স্থাপক: মোশারফ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে অনুষ্ঠিত তিন দিনব্যাপী শতবছরের ঐতিহ্যবাহী ভক্তের মেলার শেষ দিনে পরিদর্শন করেন, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে তিনি মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে মেলা পরিদর্শন করেন। পরে তিনি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।


এসময় তিনি বলেন, গোপালপুর গ্রামের ঐতিহ্যবাহী ভক্তের মেলা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সমাজে একতা ও শান্তি স্থাপন করে।


তিনি আরও বলেন, বিএনপি সব সময় এই ধরনের আয়োজনের পাশে থাকবে। যাতে প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে উৎসব পালন করতে পারে। এসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা আব্দুল হাকিম, মাসুদ, ইউপি সদস্য নজরুল ইসলাম, সামছুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহাবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহŸায়ক গোলাম রব্বানী, যগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মেলা কমিটির সভাপতি নিরমল চন্দ্র প্রামণিক জানান, এই ভক্ত মেলায় প্রতিবছর শুধু পূজা নয়, মানুষের সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে তোলে। হাজারো দর্শনার্থী উপস্থিতি মেলা প্রাণবন্ত হয়ে উঠেছিল। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই মেলা গতকাল বৃহস্পতিবার শেষ হয়।


বিবার্তা/মনিরুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com