
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, প্রত্যেকটি কাজ জনগণের উপকারে করতে হবে। প্রত্যেকটি কাজে জনগণের কাছে আমাদের জবাবদিহি থাকতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে দাঙ্গা হাঙ্গামা করলেই দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে। দলের সাথে সম্পৃক্ত আছে এমন কোন লোক যেকোনো অপকর্মে লিপ্ত হওয়ার প্রমাণ ফেলেই আজীবনের জন্য আর দলে ফেরানো হবে না। এ ব্যাপারে বিএনপি জিরো টলারেন্সে রয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদরে উপজেলার চররমনী মোহন ইউনিয়নে চররমনী গ্রামে মেঘনা নদী ভাঙন এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি গণমানুষের দল, জনগণের কাছে বিএনপির জবাবদিহিতা রয়েছে। আওয়ামী লীগের মতো লুটপাট আর দুঃশাসনে বিএনপি বিশ্বাসী নয়। আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে আর কখনো হবে না। ভোট কেন্দ্রে ভোটার না থাকলেও ডিসি ও ইউএনওদের ভোটের পার্সেন্টেজ ঘোষণা দেয়ার নির্বাচন এ দেশে আর হতে দেয়া যাবে না। এজন্য জনগণের কাছে ভোটের দাবি নিয়ে যেতে হবে। নেতাকর্মীদের জনগণের সাথে আরো বেশি সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে।
এসময় সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান সোহেল ও যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহী জহির প্রমুখ।
বিবার্ত/সুমন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]