
দিনাজপুরের হাকিমপুর হিলিতে নেশা জাতীয় মাদকদ্রব্য এক'শ ৯০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ জি আর মামলার ওয়ারেন্ট ভূক্ত ৫জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, টাপেন্ডাল সহ বেলাল হোসেন (২৭) পৌর শহরের ধরন্দা এলাকার আয়নাল হকের ছেলে।
এছাড়া পৌর শহরের মধোবাসুদেবপুর, উত্তর বাসুদেবপুর ও ধরন্দা এলাকার নয়ন (৩৪) পিতা মিরু, আনিসুজ্জামান হিরো (৩৫) পিতা আবুল কালাম আজাদ, তাজু (২৮) পিতা রবি কশাই, রুবেল হোসেন (৩২) পিতা শহিদুল ইসলাম।
হাকিমপুর থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম বলেন, হাকিমপুর থানা কে শতভাগ মাদক মুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তারই অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে থানার পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য টাপেন্ডাল ট্যাবলেট, জি আর মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামি সহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের আজ বৃহস্পতিবার দুপুরের পরে দিনাজপুরের আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/রব্বানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]