লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ০০:২৩
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে। নিহত একজনের নাম মো. ইউছুফ (৭০) ও অপরজনের নাম হারুনুর রশিদ (৫৫)।


লক্ষ্মীপুর-রামগতি সড়কের পৌর শহরের সমসেরাবাদ এলাকায় জোনাকি পরিবহণের একটি বাস চাপায় ইউছুফ ও রায়পুর পৌরসভা কার্যালয়ের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় হারুনুর রশিদ মারা যান।


নিহত ইউছুফ সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর গ্রামের বাসিন্দা। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপর নিহত হারুন রায়পুর পৌরসভার উত্তর দেনায়েতপুর এলাকার বাসিন্দা, তিনি পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর-রামগতি সড়কে বেপরোয়া গতিতে চলাচলকারী জোনাকি পরিবহণের একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী ইউছুফ ঘটনাস্থলেই মারা যান।


এদিকে রায়পুর পৌরসভার সামনে লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কে মোটরসাইকেল চাপায় হারুনুর রশিদ আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি।


লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে।


রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানাননি। খোঁজ-খবর নেওয়া হবে।


বিবার্তা/সুমন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com