
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন অনুষ্ঠিত। স্থানীয় সাংবাদিক সমাজের উদ্যোগে পৌর মুক্তমঞ্চের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আখাউড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি ও কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু।
প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন মিশুর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল ফারুক বকুল, রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. রাকিবুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক জাবেদ আহমেদ ভূঁইয়া, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক জিয়াউল হাসান খান, প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন পলক, ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন, আমার দেশ প্রতিনিধি মো. রাসেল মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক জুটন বনিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রামিন খান, গণ-অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইসমাইল হোসেন, দেশকাল প্রতিনিধি আশীষ সাহা প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় তথ্য জানতে চাওয়ায় কালের কণ্ঠের তালা প্রতিনিধিকে ১০দিনের সাজা দেওয়ার বিষয়ে নিন্দা জানানো হলো।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]