
সুনামগঞ্জে হঠাৎ পাহাড়ি ঢল নামায় বেড়েছে সোমেশ্বরী নদীর পানি। তবে পাহাড়ি ঢলে বন্যা কিংবা বোরো ধানের ফসলের ক্ষতির কোনো আশঙ্কা নেই।
সোমবার (২১ এপ্রিল) বিকেল ৫টায় ভারতের মেঘালয়ে বৃষ্টি অব্যাহত থাকায় উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া এলাকায় অবস্থিত সোমেশ্বরী নদী দিয়ে পাহাড়ি ঢলের পানি নামতে শুরু করে। এতে যে নদী কয়েকদিন আগেও খরায় ফেটে চৌচির হচ্ছিল, সেই নদী কয়েক ঘণ্টার পাহাড়ি ঢলে পানিতে টইটম্বুর হয়ে ওঠে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, ভারতের মেঘালয়ে বৃষ্টির কারণে সোমেশ্বরী নদী দিয়ে পাহাড়ি ঢল নামছে। তবে বন্যার কোনো শঙ্কা নেই। কারণ এখনও সুনামগঞ্জের নদী ও হাওর শুকনো রয়েছে। পাশাপাশি ফসলের ক্ষতিরও কোনো সম্ভাবনা নেই।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]