
কয়েক দিনের ভ্যাপসা গরম শেষে অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঝোড়ো হাওয়ার পর শুরু হয় বৃষ্টি। এতে কিছুটা হলেও তাপমাত্রা কমে যাওয়ায় স্বস্তি অনুভব করছেন রাজধানীর মানুষজন।
সরেজমিনে দেখা গেছে, তেজগাঁও, কারওয়ান বাজার, ফার্মগেটসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক বৃষ্টিতে ভিজে গেছে। আবার অনেক এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা অনেকটাই কমবে। তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]