
সুনামগঞ্জের ধর্মপাশায় কৃষকদের সোনালী ফসল ঘরে তোলার লক্ষ্যে বোরো ধান কর্তন উৎসবের আয়োজন করা হয়েছে।
১৫ এপ্রিল, মঙ্গলবার সাড়ে এগারোটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের টগার হাওরে কৃষক দুলাল তালুকদারের বি আর-৯২ ধান কেটে এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়।
এসময় মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, মৎস্য কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা উৎপল সরকার,ওসি মোঃ এনামুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ হক,এস এম রহমত, জুলফিকার আলী ভুট্টো, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী,গনমাধ্যম কর্মী ও সাধারণ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন, ধর্মপাশা ও মধ্যনগরের বিভিন্ন হাওরে ৩১ হাজার ৯ শত ১০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ইতিমধ্যে ১৯ ভাগ জমির ধান কর্তন করা হয়েছে। এরকম আবহাওয়া থাকলে ১০ থেকে ১৫ দিনের মধ্যে শতভাগ ধান কর্তন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিবার্তা/শহীদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]