
রাজধানীর মিরপুরের দারুস সালাম ও মুগদা এলাকায় দুই কিশোরী ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— মো. সাগর (২৮) ও মেহেদী হাসান।
বুধবার (২ এপ্রিল) মুগদা মানিকনগর এলাকায় ধর্ষণের শিকার ১২ বছরের শিশুকে দুপুরে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) শাফায়েত মুকুল বলেন, গত ২৮ মার্চ ১২ বছরের এক শিশুকে কৌশলে ডেকে নিয়ে তার ভাড়া বাসায় জোরপূর্বক ধর্ষণ করেন সাগর। পরে মঙ্গলবার শিশুটির বাবা অভিযোগ করলে সঙ্গে সঙ্গে সাগরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে মুগদা থানায় একটি মামলা করেন। পরে আমরা তার শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এসে ওসিসিতে ভর্তি করি। এবং আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এদিকে দারুস সালামে ধর্ষণের শিকার হওয়া ১৪ বছর বয়সী কিশোরীর বাবা বলেন, আমার মেয়ে দারুস সালামের একটি গার্মেন্টসকর্মী। সোমবার রাতে অভিযুক্ত হাসান তার বোনের বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে আমার মেয়েকে নিয়ে যায়। পরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে গাবতলীর একটি হোটেলে নিয়ে জোর করে শারীরিক সম্পর্ক করে। বাসায় ফিরে আমার মেয়ে সব জানালে আমি দ্রুত তাকে চিকিৎসার জন্য ঢামেকে নিয়ে আসি।
এ বিষয়ে দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]