‘বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায়’ ইফতার মাহফিলে হামলা-ভাঙচুর, আহত ৪
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০০:২৪
‘বিএনপি নেতাকে দাওয়াত না দেওয়ায়’ ইফতার মাহফিলে হামলা-ভাঙচুর, আহত ৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দাওয়াত না দেওয়ায় ঢাকার আশুলিয়ায় যুবদল আয়োজিত ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে।


যুবদল নেতারা জানিয়েছেন, হামলায় চারজন আহত হয়েছেন। তারা হলেন—বিএনপির কর্মী আবু সাঈদ মিয়া, সাজ্জাদ, সবুজ এবং সাউন্ড সিস্টেমের দায়িত্বরত ব্যক্তি আলমগীর হোসেন।


হামলাকারীরা স্টেজ, চেয়ার ও একটি মোটরসাইকেল ভাঙচুর করেছেন। ব্যানার ছিঁড়ে ফেলেছেন এবং ইফতারের প্রস্তুত করা ১২ হাঁড়ি বিরিয়ানি ফেলে দিয়েছেন। এছাড়া, যাওয়ার সময় একটি মোটরসাইকেল নিয়ে গেছেন—অভিযোগ করেন যুবদল নেতারা।


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় শনিবার (২২ মার্চ) আশুলিয়ার ভাদাইল রুপায়ন মাঠে আশুলিয়া থানা যুবদল ইফতার মাহফিলের আয়োজন করেছিল।


ইফতার মাহফিলের আয়োজক যুবদল নেতা জহিরুল ইসলাম জহির বলেন, 'দুপুরে আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি পিয়ার আলী ও থানা যুবদলের যুগ্ম সম্পাদক ইদ্রিস ভূঁইয়ার নেতৃত্বে অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জন এসে হামলা চালায়।'


'তাকে দাওয়াত দেওয়া হয়নি, সেই কারণে তিনি হামলা করতে পারেন,' বলেন জহির।


অভিযোগের ব্যাপারে জানতে পিয়ার আলীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।


তার মোবাইল ফোনেও একাধিকবার কল করা হয়েছে, তবে তিনিও কল রিসিভ করেননি।


ঢাকা জেলা উত্তর যুবদলের সভাপতি রকি দেওয়ান বলেন, 'যারা হামলা করেছে তারা আসলেই বিএনপির নেতা বা কর্মী কি না দেখার আছে। হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।'


আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আতোয়ার রহমান বলেন, 'পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com