
মাগুরায় শিশু আছিয়া নির্যাতন ও হত্যার রেশ না কাটতেই এবার সুনামগঞ্জের ছাতকে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে অভিযুক্ত সাবুল মিয়ার (৩৫) বাড়ি ভাঙচুর করে।
শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলার ভাতগাও ইউনিয়নের জহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাতক থানা পুলিশ জানায়, একটি মাদরাসার ৯ বছরের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় যুব সমাজ ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত সাবুল মিয়ার বাড়িতে ভাঙচুর চালায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ভুক্তভোগীর পরিবারকে লিখিত অভিযোগ দায়েরের জন্য থানায় পাঠানো হয়।
ছাতক থানার এস আই কামাল মিয়া বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এই ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]