ফেনীতে মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ২১:০৬
ফেনীতে মহাসড়কে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার ৫
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর অংশে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


১০ মার্চ, সোমবার ভোরে মহাসড়কের ঢাকামুখি লেনে একটি প্রাইভেটকার থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছেন কুমিল্লা হাইওয়ে পুলিশের এসপি খায়রুল আলম।


জানাগেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় ঢাকামুখি লেনে একটি প্রাইভেটকার থামিয়ে ডাকাতির প্রস্তুতি নেয় অস্ত্রধারীরা। খবর পেয়ে মুহুরীগঞ্জ হাইওয়ে থানার এসআই শহীদ ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহলদল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। ধৃতরা হলেন, নোয়াখালীর সুবর্নচরের আবুল খায়ের এর ছেলে হোসেনুজ্জামান(৪৩), মোশারফ হোসেনের ছেলে মোহাম্মদ ইলিয়াছ(৪৫), শাহাজাহানের ছেলে নাহিদ ইসলাম(২৮) ও রবিউল হকের ছেলে সোলাইমান(৩২)।


তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, কুড়াল, চাপাতি, চাকু, কাটারসহ ডাকাতি কাজে ব্যবহৃত কয়েকটি যন্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান মহিপাল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ।


এদিন বিকালে মহিপাল হাইওয়ে থানার সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা হাইওয়ে পুলিশের এসপি খায়রুল আলম বলেন, ধৃতরা সংঘবদ্ধ চক্র ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে নোয়াখালীর কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে ফেনী আদালতে সোপর্দ করা হয়েছে।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com