
সারাদেশে ধর্ষণের ঘটনায় ধর্ষকের বিচার ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার (১০ মার্চ) দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ রোডের ডোকরোপাড়া থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদী বিক্ষোভ মিছিলটি বের হয়।
এরপর মিছিলটি শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রতিবাদ জানিয়ে সারাদেশের ধর্ষণের ধটনায় জড়িতদের বিচারের দাবি তোলানে সাধারণ শিক্ষার্থীরা।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]