
মাদারীপুর থেকে হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র মামলাসহ ৩২ মামলার আসামি কালু হাওলাদারকে (৩৮) গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার (১০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব।
গ্রেফতার কালু হাওলাদার মাদারীপুর সদর উপজেলার ঘটকচর উত্তর কাওয়াকুড়ি গ্রামের মৃত ফজলু হাওলাদারের ছেলে।
এর আগে রোববার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে মাদারীপুর সদর উপজেলার সূর্যমনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শরীফ আল রাজীব বলেন, কালু হাওলাদার রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের একটি ডাকাতি মামলার আসামি।এ ছাড়াও তার নামে হত্যা, ডাকাতি, চুরি ও অস্ত্র মামলাসহ বিভিন্ন ধারার মোট ৩২টি মামলা রয়েছে।
সোমবার কালু হাওলাদারকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]