লামায় হাতি দ্বারা আক্রান্ত ৩০জন পেল ক্ষতিপূরণ
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১৮:৪০
লামায় হাতি দ্বারা আক্রান্ত ৩০জন পেল ক্ষতিপূরণ
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বন্যহাতি দ্বারা আক্রান্ত মানুষ, ক্ষতিগ্রস্ত সম্পদ ও ফসলের ক্ষতিপূরণের ৫ লাখ ৫৫ হাজার টাকার পৃথক চেক প্রদান করেছে লামা বন বিভাগ।


১০ মার্চ, সোমবার দুপুরে ২০২৩-২০২৪ অর্থ বছরে বিভিন্ন সময় হাতি দ্বারা ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে এমন ৩০ জনকে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ চেক প্রদান করা হয়।


এ উপলক্ষ্যে বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জান-মাল নিরুপণ কমিটির আহবায়ক মো. মঈন উদ্দিন অতিথি ছিলেন। এতে বক্তব্য রাখেন বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা ও বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জান-মাল নিরুপণ কমিটির সদস্য সচিব একেএম আতা এলাহী, ক্ষতিগ্রস্তদের মধ্যে ছলিমুল হক চৌধুরী ও এস,কে,এইচ সাব্বির আহমদ প্রমুখ।


লামা বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, পাহাড়ে আবাস্থল ও করিডোর নষ্ট হওয়ায় বন্যহাতিগুলো লোকালয়ে নেমে পড়ছে। তাই দুর্গম এলাকায় বসবাসকারীদেরকে জান মালের নিরাপত্তার স্বার্থে এ বিষয়ে বেশি বেশি সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে বন্যপ্রাণী মানুষের ক্ষতি করে থাকলে, বনবিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে।


বিবার্তা/আরমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com