চবিতে ইয়োর ক্যাম্পাসের অ্যাপসভিত্তিক বাস টিকিটিং সার্ভিস চালু
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১২:২৭
চবিতে ইয়োর ক্যাম্পাসের অ্যাপসভিত্তিক বাস টিকিটিং সার্ভিস চালু
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতকে সহজ ও গতিশীল করার পাশাপাশি কম ভাড়ায় বাস টিকিটি নিশ্চিত করার লক্ষ্যে ”অ্যাপভিত্তিক বাস টিকিটিং” সেবা চালু করেছে ইয়োর ক্যাম্পাস।


সম্প্রতি ঈদকে সামনে রেখেই সেবাটির উদ্বোধন করে প্রতিষ্ঠানটি।


কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের টিকিট এখন থেকে সরাসরি ইয়োর ক্যাম্পাস অ্যাপ থেকেই কেনা যাবে। ইয়োর ক্যাম্পাস অ্যাপের মাধ্যমে বাস টিকিট বুকিং করলে শিক্ষার্থীরা ১২% ডিসকাউন্ট (সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত) পাবেন। এই অফার চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত।


এছাড়াও সহজ ও দ্রুত বুকিং, ২৪ ঘণ্টা বুকিং সাপোর্ট এবং পছন্দ অনুযায়ী আসন নির্বাচন করার সুযোগ থাকবে। বাস টিকিটের সকল তথ্য কনফার্ম করে চেকআউটের সময় 'YOURCAMPUS' কুপন কোড ব্যবহার করলে মিলবে এই ডিসকাউন্ট।


ইয়োর ক্যাম্পাস-এর প্রতিষ্ঠাতা ও সিইও মো. মিলজার রহমান জানান, "আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জীবন আরও সহজ, স্মার্ট ও গতিশীল করা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাস টিকিটিং সেবাটি এরই একটি ধারাবাহিক পদক্ষেপ। আমরা আশা করছি, এটি শিক্ষার্থীদের জীবনযাত্রাকে আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক করবে। ভবিষ্যতে আমরা আরও নতুন নতুন সেবা নিয়ে আসতে কাজ করে যাচ্ছি।


সহ-প্রতিষ্ঠাতা মো ইসতিয়াক উদ্দিন বলেন, "বাস টিকেটিং সার্ভিস শুরুর পূর্বে আমরা শিক্ষার্থীদের মূল্যবান মতামত, পরামর্শ নিয়েছি যাদের অধিকাংশই চাচ্ছিলেন বাস টিকেটিং নিয়ে আমরা কাজ করি। তাদের এমন সাড়া আমাদেরকে আরও অনুপ্রাণিত করছে।


প্রসঙ্গত, শিক্ষার্থীরা ইয়োর ক্যাম্পাস (Your campus) অ্যাপ ব্যবহার করে এখন খুব সহজেই যেকোনো সময়, যেকোনো স্থান থেকে স্বল্পমূল্যে বাসের টিকিট বুক করতে পারবেন।


বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অফলাইনে কাউন্টারে গিয়ে টিকিট কাটা এবং শেষ মুহূর্তের টিকিট সংগ্রহের ভোগান্তি দূর করতেই এই সেবা চালু করেছে ইয়োর ক্যাম্পাস।


উল্লেখ্য, প্রায় ৩ বছর ধরে দেশের ২৫টিরও অধিক বিশ্ববিদ্যালয়ের ৩ শতাধিক হলে ভেন্ডিং মেশিন ও ওয়াশিং মেশিন সেবা, ই-কমার্স সার্ভিস প্ল্যাটফর্ম, লকার সার্ভিস দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এছাড়াও শিক্ষার্থীদের সমস্যা সমাধানে সবচেয়ে কম মূল্যে ইন্টারনেটের ডাটা প্যাক, সার্ভিস চার্জ ছাড়া স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।


বিবার্তা/মহসিন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com