
সাভারের আশুলিয়ার প্রাচীনতম ঐতিহ্যবাহী নয়ারহাট বাজারে ডাকাতের হামলায় দিলিপ সরকার (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন।
রবিবার (৯ মার্চ) রাত ১০টার দিকে স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে।
নিহত দিলিপ সরকার পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর এলাকার মৃত দুলাল সরকার দয়ালের ছেলে এবং তিনি দিলিপ স্বর্ণালংকার দোকানের স্বত্বাধিকারী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত আনুমানিক ১০টার দিকে সস্ত্রীক দোকান বন্ধ করছিলেন দিলিপ সরকার। এসময় পিছন দিক থেকে চারজন অজ্ঞাত লোক এসে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে আক্রমণ করে। আক্রমণ করার পর তাদের সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায়।
এসময় বাজারে আতঙ্ক সৃষ্টির জন্য পর দুইটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
ডাকাতদের আক্রমণে দিলিপ সরকারের ফুসফুস ছিড়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন নিহতের ভাই কৃৃষ্ণ সরকার।
আশুলিয়া থানার ওসি তদন্ত কামাল হোসেন বলেন, ডাকাতের আটকের চেষ্টা চলছে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]