
নরসিংদীর পাঁচদোনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা (২৩) নারীকে একটি বাসায় দুইদিন আটক রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শনিবার (৮ মার্চ) রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে ৫ জনের বিরুদ্ধে মাধবদী থানায় মামলাটি করেন বলে জানান মাধবদী থানার ওসি মো. নজরুল ইসলাম।
এ ঘটনায় ইকবাল হোসেন (৪৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটকৃত ইকবাল পাঁচদোনা ইউনিয়নের আসমান্দীচর এলাকার জয়নালের ছেলে। অপর আসামী হলেন একই এলাকার আব্দুল মোতালেব এর ছেলে পাপ্পু মিয়া (২৯)।
এর আগে গত ১৯ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ওই গৃহবধূকে নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার পাঁচদোনা মোড়ে অবস্থিত একটি ৭ তলা বিল্ডিং এর ২য় তলার একটি কক্ষে আটকে রেখে গণধর্ষণ করার ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগের পর শুক্রবার (৭ মার্চ) রাতে ঘটনাস্থল পরিদর্শন করে মাধবদী থানা পুলিশ।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন বলেন, ওই নারী শুক্রবার রাতে মাধবদী থানায় হাজির হয়ে পুলিশকে জানান, একটি মামলায় জেলে থাকা তার স্বামীকে জেল থেকে মুক্ত করার নামে আইনজীবী সেজে ইকবাল নামের এক ব্যক্তি তাকে বিভিন্ন লোভ দেখান। পরে চারজন মিলে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ওই ভবনে নিয়ে তিনদিন আটক রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পুলিশ শুক্রবার রাতে দেখিয়ে দেওয়া ভবনের ঘটনাস্থল পরিদর্শন করে । এ ঘটনায় শনিবার রাতে নির্যাতিত নারী বাদী হয়ে অভিযোগ দিলে ইকবালকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী ভগিরথপুর এলাকার একটি বাড়িতে স্বামীসহ ভাড়াবাড়িতে বসবাস করেন। ততার স্বামী বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় করা একটি মামলায় জেলহাজতে ছিলেন। পরে জেল হতে মুক্ত হবার পর স্বামীকে ঘটনা জানানোর পর থানায় ২ জনের নাম উল্লেখসহ ৫ জনকে আসামী করে থানায় অভিযোগ করেন। এ ঘটনায় জড়িত আসামিদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]