খানসামায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১৯:২৩
খানসামায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন
খানসামা, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের খানসামা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।


রবিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার ভাবকী ইউনিয়নের টু-স্টার ব্রিকস-এ এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার। এসময় অভিযানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসন) মনোয়ার ইসলাম, ওসি নজমূল হক, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।


জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়াই ইটভাটা পরিচালনা এবং পরিবেশ দূষণের অভিযোগে হাইকোর্টের নির্দেশনার ভিত্তিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।


অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/জামান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com