
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ঢাকা- সিলেট মহাসড়কে থানা পুলিশের এক বিশেষ অভিযান পরিচালনা করে ১টি ট্রাক ৪ জন আসামিসহ ১৫০ বস্তা অবৈধ পাচারকারী ভারতীয় চিনি বস্তা আটক করে ।
বিজয়নগর পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৮ মার্চ) ১টা ৫০ মিনিটে সময় বিজয়নগর থানার এসআই(নিরস্ত্র) মশিউর রহমান খান এর নেতৃত্বে এএসআই(নিরস্ত্র) মো. ইমরান হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ বিজয়নগর থানাধীন ২নং চান্দুরা ইউপিস্থ চান্দুরা বাস স্ট্যান্ড সংলগ্ন জিলানী পেট্রোল পাম্পের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে সিলেট হইতে ঢাকা গামী একটি মালবাহী ট্রাককে সংকেত দিয়ে থামিয়ে ট্রাকটিকে তল্লাশী করার সময় , ৪ জন আসামিসহ ১৫০ বস্তা অবৈধ পাচারকারী ভারতীয় চিনি ও ট্রাকটিসহ আটক করে ।
আটকৃত আসামীরা হলেন মো. রিয়াজ উদ্দিন (২০), পিতা- মো. আকলাক হোসেন, ডুপি সারিগাট, জৈন্তাপুর, সিলেট, রিফাত মিয়া (৩০), পিতা- সফিকুল ইসলাম, উজানীনগর, ইউপি- ১নং নিজপাট, জৈন্তাপুর, সিলেট, গোলাম মোস্তফা (৪০), পিতা- মৃত সোনা মিয়া, চন্ডিবের (সোলেমান মিয়ার বাড়ীর পাশে), কিশোরগঞ্জ, মোঃ আলতাব হোসেন (৫২), পিতা- মৃত কলিম উদ্দিন, ইছাখালি, ইউপি- গজারিয়া, পলাশ, নরসিংদী।
এ বিষয়ে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ মো: রওশন আলী জানান, বিজয়নগর উপজেলায় আইন-শৃঙ্খলা উন্নয়নে বিভিন্ন টিম কাজ করে যাচ্ছে।
মাদকবিরোধী ও ভারতীয় মালামাল বিরোধী অভিযান চলমান আছে । আসামি ও জব্দকৃত মালামালসহ মামলা রুজু প্রক্রিয়াধীন এবং আসামি কোর্ট হাজতে সপোর্দ করা প্রক্রিয়াধীন। আমরা দায়িত্ব পালনের সচেষ্ট আছি ।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]