কাউখালী উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১৯:১৪
কাউখালী উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা বিএনপি’র উদ্যোগে রবিবার (৯ মার্চ) উত্তর বাজার বালুর মাঠে এই বর্ধিত সভা সকাল১০টা থেকে শুরু হয়ে চলে বিকেল ৪টায় পর্যন্ত চলে।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম আহসান কবীর এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সদস্য সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদ।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাবলু, জেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান,শেখ হাসানুল কবীর লীন প্রমূখ। এ ছাড়া উপজেলা ,ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন ।


প্রধান অতিথি কাজী রওনকুল ইসলাম টিপু বলেছেন, স্বাধীনতার সুফল ভোগ করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের মধ্যে কাউকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দিব না, বিশৃঙ্খলা করলে তাদেরকে ছাড় দেওয়া হবে না।


তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে গিয়ে ১৭ বছর হাজারো নেতাকর্মী গুম, খুন ও হামলা মামলার শিকার হয়েছে।


সভায় আগত বিভিন্ন ইউনিয়ন বিএপি’র নেতা-কর্মীরা বিগত হাসিনা সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের উপর জুলুম, হামলা ও মামলাসহ নানা নির্যাতনের চিত্র তুলে ধরেন।


বিবার্তা/রবিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com