
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন,প্রাণি সম্পদ অধিদপ্তর ও ডেইরী ফার্ম এসোসিয়েশন এর উদ্দ্যোগে উপজেলা চত্বরে রবিবার (৯ মার্চ) সকালে সুলভ মূল্যে গরুর মাংস ৬৯০ টাকা, কেজি,দুধ ৭০ টাকা লিটার ও ডিম হালি প্রতি ৩৫ টাকা বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন, প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন,ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি মো. আলিমুদ্দিন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাজ্জাদুল হাসান বলেন, মাহে রমজানে গণমানুষের জন্য আমাদের এই আয়োজন। এ কর্মসূচি চলবে সপ্তাহে ১দিন।
বিবার্তা/হুমায়ুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]