ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভুয়া সাংবাদিক আটক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১৯:০১
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভুয়া সাংবাদিক আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় মোস্তফা মোহাম্মদ সজল (৩১) নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে জনতা।


শনিবার (৮ মার্চ) রাতে মামলা করার পর তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার সজল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা গ্রামের মৃত ইসমাঈল হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে জেলা শহরের মধ্যপাড়ায় বসবাস করেন।


এর আগে শনিবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল বাজার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে অটোরিকশা চালকেরা আটক করে তাকে থানা পুলিশে সোপর্দ করেন।


পুলিশ ও সিএনজিচালিত অটোরিকশা চালকেরা জানান, সিঙ্গারবিল বাজার স্ট্যান্ডে একটি পরিচালনা কমিটির মাধ্যমে সিএনজিচালিত অটোরিকশাগুলো পরিচালনা হয়ে আসছে। গত ২-৩ দিন ধরে টেলিভিশন সাংবাদিক পরিচয়ে অবান্তর কিছু অনিয়মের অভিযোগ তোলেন মোস্তফা মোহাম্মদ সজল নামে এ যুবক। সে সংবাদ প্রকাশ করবে না বলে ১০ হাজার টাকায় রফাদফার কথা বলে আসছিলেন। চালকেরা এই টাকা দিতে অস্বীকার করলে সজল অহেতুক সংবাদ প্রচার করার হুমকি প্রদান করেন। শনিবার দুপুরে মোটরসাইকেলে এসে তিনি আবারও টাকার দেওয়ার কথা বলে হুমকি দেয়। এক পর্যায়ে সজলের কাছে তিনি কোন টেলিভিশনের সাংবাদিক জানতে চাইলে। একেক সময় একেক টেলিভিশনের পরিচয় দেন। তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে, হওয়াশ যাচাই করে জানা যায় তিনি সাংবাদিক নন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়৷


বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, এ ঘটনায় সিঙ্গারবিল বাজার সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা করেছেন। রাতে সেই মামলা নথি করার পর সজলকে গ্রেফতার দেখানো হয়েছে।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com