পঞ্চগড়ে
বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার প্রতিবাদে জাগপার বিক্ষোভ
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ১৮:২৪
বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার প্রতিবাদে জাগপার বিক্ষোভ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'লড়াই ছাড়া মেহনতী মানুষের মুক্তি নাই। ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়াও জনগণ' এই স্লোগানকে ধারণ করে পঞ্চগড়ে ভিতরগড় সুইডাঙ্গা সীমান্তে বিএসফ কর্তৃক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে পঞ্চগড় জাগপা।


রবিবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলা জাগপা'র আয়োজনে বিক্ষোভ মিছিলটি জেলা জাগপা'র দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌড়ঙ্গী মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা করে।


সংক্ষিপ্ত পথসংভায় জেলা জাগপার সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন মাস্টার, সাধারন সম্পাদক শাহরিয়ার বিপ্লব, জেলা যুব জাগপা'র সভাপতি কামরুজ্জামান কুয়েত, সদর উপজেলা জাগপা'র সভাপতি আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।


বক্তারা ভারত সীমান্তে বিএসফ কর্তৃক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার তীব্র প্রতিবাদ জানান।


সীমান্ত হত্যা বন্ধ করলে ভারত অভিমুখে লং মার্চ করবে বলে কড়া হুঁশিয়ারি দেন বক্তারা। এসময় বিক্ষোভ মিছিলে জাগপা'র সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/গোফরান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com