
শিশু আছিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
রবিবার (৯ মার্চ) দুপুরে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটি সহকারী শিক্ষক জুয়েল ইসলাম, আরিফ রায়হান ও আব্দুল গফুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, প্রাক্তন ছাত্র তানজিরুল ইসলাম ও শিক্ষার্থী রহুল আমিন।
এ সময় বক্তারা জানান, শান্তিপূর্ণ এ দেশে ধর্ষণের মতো ঘটনা দিন দিন বেড়েই চলেছে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হওয়ায় দিন দিন এমন ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে। শিশু থেকে বৃদ্ধ কোন নারীই এখন নিরাপদ নয়। ধর্ষকদের গ্রেপ্তার করে জনসমুখ্যে ফাঁসি দেয়া গেলে এই কলঙ্ক থেকে দেশ মুক্তি পাবে বলে দাবি করেন তারা। এ সময় শিক্ষক শিক্ষার্থীরা ধর্ষকের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]