‌‘ছাত্র-জনতা’ পরিচয়ে সাবেক এমপি তানভীর ইমামের বাসায় তল্লাশি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫, ০৯:১৪
‌‘ছাত্র-জনতা’ পরিচয়ে সাবেক এমপি তানভীর ইমামের বাসায় তল্লাশি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক এমপি তানভীর ইমামের গুলশানের বাসা সন্দেহে একটি বাসায় অভিযানের নামে তল্লাশি চালিয়েছে ‘ছাত্র-জনতা’। তবে অবৈধ অস্ত্র, মাদক ও বিপুল পরিমাণ অর্থের খবরে ওই বাসায় তল্লাশি করা হলেও শেষ পর্যন্ত সেখান থেকে কিছুই পাওয়া যায়নি।


মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে গুলশান-২ এর ৮১ নম্বর সড়কের ওই বাড়িতে তল্লাশি চালায় ছাত্র-জনতা। তল্লাশির শুরুর টানা প্রায় ৩০ মিনিট পরে বাসাটিতে প্রবেশ করে গুলশান থানা পুলিশ। এরপর ওই যুবকরা বাসা থেকে বের হয়ে যান।


এর কিছুক্ষণ পর বাসাটির নিচে আসে সেনাবাহিনীর একটি টহল দল। পরে সেনাবাহিনীর সদস্যরা বাসাটিতে প্রবেশ করেন।


ছাত্র-জনতা পরিচয় দেওয়া ব্যক্তিরা পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াই বাসাটিতে প্রবেশ করে তল্লাশি চালান। তবে বাসাটির একজন পরিচর্যাকারী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বাসাটি জনৈক রহমান সাহেবের মেয়ের। এইচটি ইমামের ছেলের নয়। বাসায় তিনি ও দুই নারী গৃহকর্মী ছাড়া কেউ নেই। হঠাৎ করে বেশ কয়েকজন আধাঘণ্টা ধরে লাথি দিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ফ্ল্যাটের প্রতিটি কক্ষে খুঁজে দেখেন, বিভিন্ন লাগেজ, ড্রয়ার ও সিন্দুকে তল্লাশি চালান। এরপর লুটপাট করে চলে যায়।


তল্লাশি চালানো বেশ কয়েকজন যুবককে হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাসাটিতে কেন তারা তল্লাশি চালালো এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া কেন প্রবেশ করলো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com