
সুনামগঞ্জের ধর্মপাশায় শ্বশুরবাড়ি থেকে সৌরভ মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৩ ফেব্রুয়ারি, রোববার সকাল নয়টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লংকাপাথারিয়া গ্রামের পূর্বপাড়াস্থ তার শ্বশুরবাড়ির বসত ঘর থেকে সৌরভের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সৌরভ একই ইউনিয়নের পার্শ্ববর্তী নোয়াবন্দ গ্রামের সাজ্জাত মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সাত মাস আগে সৌরভের সাথে লংকাপাথারিয়া গ্রামের পূর্ব পাড়ার বাসিন্দা জাকির হোসেনের মেয়ে মাহিনুরে'র বিয়ে হয়।
গত কিছুদিন ধরে মাহিনুর তার বাবার বাড়িতে অবস্থান করছিল। গত শনিবার রাতে সৌরভ তার শ্বশুর বাড়িতে যায়। এ সময় তার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিল না। রাতে খাওয়া দাওয়ার পরে সৌরভ ও মাহিনুর দুজনই একই ঘরে শুয়ে পড়ে। ভোরে মাহিনুর ঘুম থেকে উঠে দেখে সৌরভ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেচিয়ে ঝুলছে। এসময় মাহিনুরের ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে পুলিশে খবর দেয়।
ধর্মপাশা থানার এসআই হাফিজুল ইসলাম বলেন, এ মৃত্যু নিয়ে কারো কোন অভিযোগ নেই। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিবার্তা/শহীদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]