
হবিগঞ্জের বাহুবল উপজেলায় মিনারা বেগম নামের এক জামায়াত নেতার স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার পশ্চিম জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিনারা বেগম উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল আহাদের স্ত্রী।
নিহতের স্বামী আহাদ জানান, বিকেলে স্ত্রী মিনারা বেগম ও ৭ মাসের শিশু কন্যাকে বাসায় রেখে বিভিন্ন প্রোগ্রামে যোগ দেন তিনি। সন্ধ্যায় তিনি স্ত্রীর মোবাইলফোনে বার বার কল দিলেও রিসিভ করেননি। এতে বাসায় ফেরেন আব্দুল আহাদ। বাসায় প্রবেশ করে খাটের নিচে শিশু সন্তান ও পাশের রুমে রক্তাক্ত অবস্থায় স্ত্রী মিনারার মরদেহ দেখতে পান। পরে তিনি চিৎকার করলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। তার ধারণা দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে তার স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
এ বিষয়ে হবিগঞ্জ সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। তাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]