
গেণ্ডারিয়ায় ঐতিহ্যবাহী ইষ্ট এন্ড ক্লাব এবং গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার যৌথ উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
২১ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ৮টায় ইস্ট এন্ড ক্লাবের কর্মকর্তা ও সদস্যদের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় শহীদ মিনারে ফুল দেয়া পর্ব।
এর আগে ২০ ফেব্রুয়ারি রাতে ধুপখোলা মাঠের বাস্কেটবল কোর্টে অস্থায়ী শহীদ মিনার তৈরি আলপনা অংকন করে গেণ্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার ভাই-বোনেরা। পাশাপাশি চলে এলাকার শিল্পীদের পরিবেশনায় সঙ্গীত সন্ধ্যা।
ফুল দিয়ে আরও শ্রদ্ধা জানান গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা, সীমান্ত গ্রন্থাগার, সামাজিক পরিবেশ উন্নয়ন সংগঠন (সিডো), স্বপ্ন কারিগর, এভারগ্রীন প্রিপারেটরি স্কুল, আঞ্জুমান এতিমখানা বালক ও বালিকা হোমস এবং স্কুল, গেন্ডারিয়া দি গ্র্যান্ড এরিয়া ফেসবুক গ্রুপ সহ এলাকার বিভিন্ন স্কুল ও সংগঠন। ব্যক্তিগতভাবেও বহু মানুষ ফুল দেন। মেলার সাধারণ সম্পাদক নুসরাত ইয়াসমিন রুম্পা সঞ্চালনায় ফুল দেবার পাশাপাশি চলে মেলার শিল্পীদের দলীয় গান পরিবেশনা। পুষ্পার্ঘ্য অর্পণ পরিচালনা করেন কামাল স্মৃতি পাঠাগারের সভাপতি জনাব আবু তাহের বকুল।
এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইস্ট এন্ড ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব আব্দুল কাদির ও গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম শফিউর রহমান দুলু। তারা আয়োজনে আসার জন্য ও সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান ও প্রভাতী অনুষ্ঠানের সমাপ্তি টানেন। ফুল দেয়াযাবেসারাদিন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]