
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতীতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ১২ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এতে সহকারী শিক্ষক মো. রোস্তম আলীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অনিন্দিতা রাণী ভৌমিক, থানার অফিসার ইনচার্জ মো. আল আমীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব শাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ¦ শাহজাহান আকন্দ, যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, উপজেলা জামায়েত ইসলামীর আমির মো. নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. রোকনুজ্জামান, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির, সাংবাদিক মো. গোলাম রব্বানী টিটু প্রমুখ।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নেয়। এদের মধ্যে ৪টি বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানসহ মোট ১২ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে শুক্রবার রাত ১২টা ১ মিনিটে প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাসহ সাংবাদিকরা পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দিনের শুরুতে সূর্যোদয়ের পর বিভিন্ন স্কুলকলেজ, সামাজিক সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানসহ রাজনৈতিক ব্যক্তিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]