
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, দুটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে একটার দিকে পল্লবী থানার বালুরঘাট বারনটেক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সাকিব (১৮), মো. ইয়াছিন (১৯), মো. শিমুল (২০), মো. সুজন (১৯) ও রাব্বী হাসান জয় (২০)।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) তালেবুর রহমান বলেন, পল্লবী থানাধীন বালুরঘাট বারনটেক এলাকার মামা ভাগিনা ভ্যারাইটিজ স্টোরের সামনে কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পল্লবী থানা পুলিশ ও যৌথবাহিনীর একটি টিম অভিযান চালায়।
তিনি আরও বলেন, সে সময় যৌথবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
তালেবুর রহমান বলেন, এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৫ জনসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]