
কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তুল ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে।
১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার ভোরে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামে এ অস্ত্রটি উদ্ধার করা হয়। কুষ্টিয়ার অস্থায়ী সেনা ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের একটি দল কামালপুর এলাকার একটি সন্দেহভাজন বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে বাড়ির উঠান থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তুলটি উদ্ধার করা হয়। তবে বাড়িতে কাউকে পাওয়া যায়নি। উদ্ধার হওয়া পিস্তুলটি দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তি সূত্রে নিশ্চিত করা হয়েছে।
সেনা অভিযানে অস্ত্র উদ্ধারের বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া একটি বিদেশী পিস্তুল আমাদের থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]