'নির্বাচন নিয়ে কোন তালবাহানা সহ্য করবে না বিএনপি'
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪১
'নির্বাচন নিয়ে কোন তালবাহানা সহ্য করবে না বিএনপি'
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল খায়ের ভুইয়া বলেছেন, নির্বাচন নিয়ে কোন তালবাহানা সহ্য করবে না বিএনপি। ফ্যাসিস্ট হাসিনা সরকার ছিল লুটেরা সরকার । তাদের সকল পাচার হওয়া সম্পদ দেশে অনতিবিলম্বে ফিরিয়ে আনতে হবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলার চরম অবনতি, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদের নানা চক্রান্ত মোকাবিলার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে শহরের সরকারী উজির আলী মাঠে ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন।


তিনি বলেন, হাসিনা ও তার পরিবারের সদস্যরা দেশকে পথে বসিয়ে দিয়ে গেছে। বিএনপির ৩১ দফা মানুষের মুক্তির সনদ। বিএনপি একা সরকার গঠন করতে চায় না। সব দল নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায়। তিনি বলেন, দল গঠন নিয়ে আমাদের কোন মাথাব্যথা নেই । তবে সরকারে বসে আবোল তাবোল কথা বলা ঠিক নয়।


আবুল খায়ের ভুইয়া বলেন, আইনশৃংখলার উন্নয়নে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। অন্যদিকে, দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে রাখতে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার প্রয়োজন। আমরা দ্রুত নির্বাচন চাচ্ছি না। আমরা নির্বাচনের রোডম্যাপ চাচ্ছি। আমরা চাই সরকার কবে নির্বাচন দেবে সেই দিন-তারিখ উল্লেখ করুক । তিনি জোর কন্ঠে বলেন, আমরাও আন্দোলনে রক্ত দিয়েছি। পরিকল্পনা করে আন্দোলনকে এগিয়ে নিতে যা যা করার বিএনপি তার সবই করেছে। অনেকে অনেক কথা বলছেন এখন। অতীত জেনে কথা বলুন। ডক্টর ইউনুস সরকার আমাদের আন্দোলনের ফসল।


জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল, মীর রবিউল ইসলাম লাভলু। সভাটি পরিচালনা করেন, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com