পাংশা উপজেলা প্রেসক্লাবের উপজেলা নির্বাহী কর্মকর্তার আগমনে মতবিনিময় সভা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৫
পাংশা উপজেলা প্রেসক্লাবের উপজেলা নির্বাহী কর্মকর্তার আগমনে মতবিনিময় সভা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাংশা উপজেলা প্রেসক্লাবের পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় পাংশা পৌরসভা সংলগ্ন পাংশা উপজেলা প্রেসক্লাবে এক মতবিময় অনুষ্ঠিত হয়।


পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ এর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মিঠুন গোস্বামীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা।


এসময় আরও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেন, সমাজ সেবা কর্মকর্তা রবিউল ইসলাম, পাংশা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল হাসেম,সাংগঠনিক সম্পাদক অতুল সরকার, প্রচার সম্পাদক মো: হামজা শেখ, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা, কার্যনির্বাহী সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, উৎপল সরকার, বাপ্পারাজ খান,রবিউল ইসলাম, তুহিন মন্ডল, মেহেদী হাসান, সোবাহান, ইকবাল হোসেন ও শামিম রহমান (জন)।


এ সময় প্রধান অতিথি এস এম আবু দারদা সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন,গণমাধ্যম আর প্রশাসন একে অপরের পরিপূরক। তাই আমি আশা করবো প্রেসক্লাবের সকল সদস্য সমাজের বাস্তব চিত্র তুলে ধরবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি।পরে তিনি প্রেসক্লাবের উত্তর উত্তর সাফল্য কারনা করেন।


উল্লেখ্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদার আগমন উপলক্ষে প্রথমেই প্রেসক্লাবের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।পরে প্রেসক্লাবের সদস্য উৎপল সরকার প্রধান অতিথির উদ্দেশ্যে লেখা কবিতা আবৃত্তি করেন।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com