
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ নান্টু মিয়া (৩২) নামে একজন আটক করেছে বিজিবি।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের ক্লিকের মাঠ থেকে তাকে অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও মোটরসাইকেলসহ আটক করা হয়। সে উপজেলার মরিচা ইউনিয়নের বালিরদিয়াড় গ্রামের মৃত আদালত প্রামাণিকের ছেলে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/১-এস থেকে আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ক্লিকের মাঠে অভিযান চালায় বিজিবি। এসময় যাত্রীসহ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে তারা ১টি পিস্তল পার্শ্ববর্তী গম ক্ষেতে ছুড়ে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেল চালক মো. নান্টু মিয়াকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি এবং তাদের ব্যবহৃত ১টি মোটরসাইকেল। তবে অপর অস্ত্রধারী মো. রুহুল মিয়া (৩৫) পালিয়ে যায়। সে একই ইউনিয়নের মাজড়িয়াড় গ্রামের মো. হাফিজের ছেলে। পরে অস্ত্রসহ আটক আসামিকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]