
সুনামগঞ্জের ধর্মপাশায় ডেভিল হান্ট অভিযানে শরীফ আহমদ মামুন নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শরীফ আহমদ মামুন পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সদস্য ও সুনই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
২০২৪ সালের ৭ ডিসেম্বর ধর্মপাশায় থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক জানান, আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/শহীদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]