
ডেভিল হান্ট অভিযানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ও আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জামালপুরের ইসলামপুর থানা প্রেস ব্রিফিং করে এ জানান।
ইসলামপুর থানা অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলা সদর ইউনিয়নের গংগাপাড়া এলাকা শাহনেওয়াজ চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমরান চৌধুরী আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়াচক্রের রংপুর শাখার সভাপতি ও ইসলামপুর উপজেলা শাখা ছাত্রলীগের সদস্য।
এছাড়াও সে উক্ত বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় নিহত আবু সাঈদ হত্যা মামলার আসামি।
এ ব্যাপারে সাইফুল্লাহ সাইফ আরও জানান, ইসলামপুর থানা সন্ত্রাসবিরোধী আইনে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/হারুনী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]