
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন আমরাও চাই। তবে কোনো পেশি শক্তি এবং কালো টাকার নির্বাচন এদেশে আর চলবে না। নির্বাচনের আগে অবশ্যই সংস্কার কাজ সম্পন্ন করতে হবে এবং ভোটার তালিকা সঠিক করতে হবে। আমরা কোনো ভুয়া ভোটার তালিকায় নির্বাচন চাই না।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদীর সাটিরপাড়া কালী কুমার ইন্সটিটিউশন স্কুল এণ্ড কলেজ মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি গত ফ্যাসিস্ট সরকারের প্রসঙ্গ তুলে বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কাজেই ভবিষ্যতে এদেশে আর নতুন কোনো ফ্যাসিস্টের জন্ম হতে দেয়া যাবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একমাত্র দল যে দলের কার্যালয় ফ্যাসিস্ট সরকার সীলগালা করে রেখেছিল। জামায়াতে ইসলামই একমাত্র দল যে দলের লোগো সহ নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে। অথচ এখনো পর্যন্ত জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত দেয়া হয় নি। আমরা সরকারের কাছে অবিলম্বে আমাদের নিবন্ধন ফেরত চাই।
এছাড়া, তিনি জামায়াত নেতা আজহারুল ইসলাম এর মুক্তি চেয়েছেন। তিনি দুঃখ করে বলেন, জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আজহারুল ইসলাম এখনো কারাগারে রয়েছেন। তিনি এখনো পর্যন্ত মুক্তি পান নি।
তিনি এ প্রসঙ্গে বলেন, জনাব আজহারুল ইসলামের মুক্তির জন্য প্রয়োজনে আমরা মাঠে নামতে বাধ্য হবো।
চলতি ভাষার মাস প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এখন ভাষার মাস চলছে। কিন্তু যারা বায়ান্নকে পুঁজি করে রাজনীতি করেন তাদেরকে বলতে চাই, ভাষা শহীদ বরকতের মা এখনো জীবিত আছে, তিনি একটা খুপরি ঘরে বসবাস করছেন। এই বরকতের মায়ের খুঁজতো আপনারা কেউ নিচ্ছেন না। বরকতের মায়েরা এখন করুণ অবস্থায় দিন যাপন করছেন। আপনারা শুধু লুটপাটের রাজনীতিটাই শিখলেন। গত ১৫ বছরে আপনারা ২৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। বাংলাদেশের সম্পদের খনি আপনারা বিদেশে লুট করে নিয়ে পালিয়েছেন।
গত সরকারের বিচারকদের সমালোচনা করে তিনি বলেন, দিনের বেলায় আমাদের নেতাদের ফাঁসির রায় দিয়ে রাতে টেলিভিশনে এসে টকশোতে মজা করতেন। তারা আসলে বিচারকের নামে কলঙ্ক। আমরা এমন বিচারক আর চাই না। বিচারক হতে হবে ন্যায় সঙ্গত, ন্যায় বিচারের শাসন এই দেশে কায়েম করতে হবে। হাসিনার মতো কোনো মাফিয়া শাসক আমরা আর চাই না এদেশে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান আরও বলেন, গত মাফিয়া সরকারের অপরাধ হিমালয়ের মত। তাদের অপরাধের কথা বলে শেষ করা যাবে না। দেশে সুবিচার কায়েম হলে তারা তাদের অপরাধের হিমালয়ের নিচে একসময় চাপা পড়বে। কাজেই আমরা চাই এদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক, সুবিচার নিশ্চিত করা হোক। আর মাফিয়া সরকারের যারা এদেশের টাকা সম্পদ বিদেশে পাচার করেছেন সে টাকা ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হোক।
তিনি আরও বলেন, যারা জনগণের সম্পদ লুটে গত সাড়ে ১৫ বছর আমাদের দেশ থেকে ২৬ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এদেশকে তারা তাদের দেশ মনে করে না। তারা রাজনীতি করে বাংলাদেশে, বউ—বাচ্চাকে পাঠিয়ে দিয়েছে বিদেশে। কানাডায় তারা বেগমপাড়া গড়ে তুলেছে। বাংলাদেশের মানুষের সম্পদ তারা চুরি করে নিয়ে গেছে, অথচ তারা অন্যদেরকে চোর বলতো। শেখ হাসিনা সকল চোরদের মা, এবার মাও পালিয়েছে, চোরেরাও পালিয়েছে।
বাংলাদেশ জামাতে ইসলামীর আমীর নরসিংদীর উদ্দেশ্যে বলেন, নরসিংদী জেলা শহর ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এখানে ২৫ লক্ষ মানুষের বসবাস। কিন্তু এখানকার মানুষেরা অসুস্থ হয়ে পড়লে সুচিকিৎসার অভাবে খুব কষ্ট করতে হয়। কারণ এখানে কোনো মেডিকেল কলেজ নেই। আমি এই সরকারের কাছে একটি দাবি জানাবো যে, দেশে নতুন কোনো মেডিকেল কলেজ হলে সেটা যেন নরসিংদীতে হয়।
নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেনের সঞ্চালনায় এবং জেলা আমীর মো. মোছলেহুদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথির আগে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় অফিস সেক্রেটারি আ. ফ. ম. আবদুস সাত্তার, কেন্দ্রীয় অডিটর মাওলানা আব্দুল মান্নান, ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জব্বার, এডভোকেট মশিউল আলম, মাওলানা মমিনুল হক, মাওলানা দেলোয়ার হোসাইন প্রমুখ।
বিবার্তা/কামরুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]