গ্রাম আদালত বিষয়ক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২২
গ্রাম আদালত বিষয়ক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি শেয়ারিং বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে।


বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়ন পরিষদের হল রুমে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (৩য় পর্যায়) উদ্যোগে এ আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।


সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আ. মন্নাফের সভাপতিত্বে ও গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মাহাবুবুল আলমের সঞ্চালনায় বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


সভায় অনগ্রসর জনগোষ্ঠীকে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করা, গ্রাম আদালত সম্পর্কে এলাকার মানুষকে ধারণা প্রদান এবং গ্রাম আদালতের সুবিধা সম্পর্কে জানানো হয়।


এছাড়া গ্রাম আদালত আইন -২০০৬ (২০২৪ সালের সংশোধনী সহ) গ্রাম আদালত গঠন প্রক্রিয়া, সুবিধা, এখতিয়ার ও বিচার কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।


আলোচনা শেষে গ্রাম আদালত বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।


বিবার্তা/শহীদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com