
মোংলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানিয়েছেন।
কোস্ট গার্ড জানায়, সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর রাতে কোস্ট গার্ড পশ্চিম জোন মোংলা, নৌবাহিনীর সমন্বয়ে চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ওই এলাকা থেকে হাশেম ফকির (৪৮), মো. সুলতান (৬৫) এবং গৌতম মন্ডল (৩৫) কে আটক করা হয়। আটককৃত সকলেই আওয়ামী লীগ ও যুবলীগ এর নেতাকর্মী এবং তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
আটককৃতদের মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিবার্তা/জাহিদ/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]