নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৫
নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিন মোটরসাইকেল আরোহী মারা গেছে। এদের মধ্যে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল চাপায় মারা গেছে ৫ বছরের শিশু আছিয়া। একই সড়কে অপর এক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও দুইজন নিহত হয়েছে।


বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নড়াইল-কালিয়া সড়কের সরকেলডাঙ্গা নামক স্থানে এবং একই সড়কে দুপুর ২টার দিকে ফুলশর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।


নিহত শিশু আছিয়া সরকেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী। সে একই গ্রামের ফারুক মোল্যার মেয়ে।


স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্কুল থেকে বাড়ি ফিরছিলো আছিয়া। এসময় পথে পিছন দিক থেকে একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশুটি। পরে নড়াইল সদর হাসপাতালে আনার পরপরই মারা যায় সে।


এদিকে দুপুর ২টার দিকে একই সড়কের ফুলশর নামক স্থানে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে সেন্টু হাওলাদার নামক এক “নগদ” কর্মী মারা যায়। তার বাড়ি সদরের তুলারামপুরে। অপর মোটরসাইকেলে থাকা ৩ আরোহীর মধ্যে সাব্বির (১৯) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে বিকেল ৫টার দিকে মারা যায়। সাব্বির চালিতাতলা গ্রামের মোশারেফ এর সন্তান।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালিয়া থেকে কাজ শেষে নগদ কর্মী সেন্টু হাওলাদার নড়াইল ফিরছিলো। সদরের ফুলশর নামক স্থানে পৌঁছানোর পর নড়াইলের দিক থেকে যাওয়া অপর মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেন্টু হাওলাদার মারা যায়। অপর মোটরসাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়। আহত ৩ জন চালিতাতলা গ্রামের রোহান, সাব্বির ও ইমরুল। এদের মধ্যে সাব্বিরকে ঢাকায় নেওয়ার পথে মারা গেছে। বাকিদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।


নড়াইল সদর হাসাপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শরীফ হাসান ফেরদৌস বাংলানিউজকে বলেন, দুপুরে একজন এবং বিকেলে হাসপাতালে, এবং ঢাকায় নেওয়ার পথে অপরজন মারা যান। ৩টি মৃত্যুই এক্সিডেন্টাল ডেথ।


নড়াইল সদর থানার ওসি মো.সাজেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com