ঝিনাইদহে
ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপে সংঘর্ষে নিহত ১, আহত ৬
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৭
ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু'গ্রুপে সংঘর্ষে নিহত ১, আহত ৬
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে মোশারফ হোসেন (৪২) নামে একজন নিহত হয়েছেন।


মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে হরিণাকুন্ডুর হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।


মোশারফ হোসেন ঐ এলাকার খবির মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন মুহুরি।


পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল রাতে ওয়াজ মাহফিলের কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দু-গ্রুপের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আজ সকালে মোশাররফ নিজ বাগানে কলা কাটতে গেলে সে সময় সাইদ হোসেন গ্রুপের সমর্থক সাইদ, মোস্তাক, অন্তরসহ ১০-১২ জন হানেফ মন্ডলের সমর্থক মোশারফের উপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সেখানে উপুর্যপুরি বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতে মোশাররফ ঘটনাস্থলেই মারা যায়। ঐ সময় মোশাররফের আর্তচিৎকারে হানেফ, নাছির, রবিন, খালেকসহ অন্যান্যরা ছুটে আসলে তারাসহ উভয় পক্ষের ৬ জন আহত হর। পরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।


হরিণাকুন্ড থানার ওসি এম এ আব্দুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে অবস্থান করছি। এ ঘটনায় এখনও কোন মামলা বা আটকের ঘটনা ঘটেনি। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সে কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com