
দেশজুড়ে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট অভিযানের তৃতীয় দিনে গাজীপুর জেলায় ৮১ জন আটক হয়েছেন।
সোমবার (১০ ফেব্রুয়িারি) রাতে মহানগরীসহ বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন জানান, আটককৃতদের মধ্যে সদর থানায় ১৯ জন, বাসন থানায় ৯ জন, কোনাবাড়ি থানায় ২ জন, গাছা থানায় ৬ জন, পূবাইল থানায় ২ জন, কাশিমপুর থানায় ৫ জন, টঙ্গী পূর্ব থানায় ৭ জন, টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, ডিবি উত্তর থানায় ৭ জন ও ডিবি দক্ষিণ থানায় ৪ জনসহ ৬৯ জনকে আটক করে।
অন্যদিকে জেলা পুলিশ শ্রীপুর, কাপাসিয়া, কালীগঞ্জ, কালিয়াকৈর ও জয়দেবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আরও ১২ জনকে আটক করে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]