
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় মহাসড়কের পাশে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্যাহ এলাকায় মরদেহ পাওয়া যায় বলে বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন জানান।
নিহতের নাম অভিজিত চন্দ্র রায় (২৬)। সে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি গ্রামের রিপন চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি জালাল উদ্দিন জানান, ওই স্থানে মহাসড়কের পাশে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে যুবকের প্যান্টের প্যাকেটে পাওয়া জন্ম সনদ ও সার্টিফিকেট দেখে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে তার পরিবারকে খবর দেয়া হয়। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বিবার্তা/ইমরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]