
সাভারের আশুলিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর রাতে আশুলিয়ার জামগড়ার মোল্ল্যা বাজার এলাকার আফাজ উদ্দিনের বাড়ির পাঁচ তলার একটি কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
কীভাবে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করছে পুলিশ। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ভোর রাতে পাঁচ তলা ভবনের একটি কক্ষে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে। এটি হত্যা না আত্মহত্যা তদন্ত করছে পুলিশ।
বিবার্তা/বাশার/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]