ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫৫
ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।


রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলার দাগনভূঞা পৌর শহরের আতাতুর্ক হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।


জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের অনুসারী ছাত্রদলের একটি গ্রুপের সাথে জেলা ছাত্রদলের সহ সভাপতি জামশেদুর রহমান ফটিকের গ্রুপের সংঘর্ষ বাধে। এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন রাজিব ও যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা ফেনী ও দাগনভুুঞা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


সংঘর্ষ চলাকালে নোয়াখালী-ফেনী মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছাড়াও আশপাশের দোকান বন্ধ ছিল ।


দাগনভুুঞা থানা পুলিশ ও উপজেলা ক্যাম্পের সেনাসদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন রাজিব বলেন, তাদের পূর্ব নির্ধারিত সমাবেশে বিনা উসকানিতে হামলা করেছে ফটিক ও তার সহযোগীরা।


এ ব্যাপারে জেলা ছাত্রদলের সহ সভাপতি জামশেদুর রহমান ফটিক বলেন, রাজীবের মিছিল থেকে ছাত্রদল-যুবদল কর্মীদের ওপর প্রথমে হামলা করা হয়।


সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে দাগনভুঞা থানার পরিদর্শক ( তদন্ত) মুহাম্মদ আলী বলেন, রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে দুটি গ্রুপের সাথে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের সঙ্গে সেনা সদস্যরা কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com