
পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৮ ঘণ্টা পর স্কুলছাত্র আসিফ মুস্তাহিদের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গোদারবাজার এলাকায় নদীর তলদেশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে গোদারবাজার এলাকায় গোসলের উদ্দেশ্যে নদীতে নেমে সাঁতার কাটার সময় ডুবে যায় আসিফ। ওইদিন নদীতে চার ঘণ্টা উদ্ধার কার্যক্রম চালিয়েও তার কোনও খোঁজ পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মৃত আসিফ রাজবাড়ী রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি গোদার বাজার গ্রামের (৯ নম্বর ওয়ার্ড) মো. আবুল কালাম আজাদের ছেলে। সে শহরের ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
আসিফের বাবা আবুল কালাম আজাদ জানান, শনিবার সকাল ১১ টার দিকে আসিফ তার তিন বন্ধুর সঙ্গে গোদার বাজার এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসল করতে নেমে তারা তিনজনই সাঁতার কাটতে কাটতে নদীর ওপাড়ে চলে যায়। তবে এপার আসার সময় দুজন সাঁতরে তীরে উঠতে পারলেও আসিফ নদীতে তলিয়ে যায়। তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে নেমে খোঁজ করলেও কোনও সন্ধান পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, ঘটনা সকাল ১১ টার দিকে ঘটলেও আমরা সংবাদ পাই দুপুর সাড়ে ১২ টার দিকে। সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে আমি টিম পাঠাই। কিন্তু আমাদের রাজবাড়ীতে ডুবুরি দল না থাকায় ফরিদপুরের ডুবুরি দলকে আনতে হয়। দুপুর দেড়টার দিকে ফরিদপুর থেকে ৬ সদস্যের ডুবুরি দল এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে নদীর তলদেশে প্রবল স্রোত থাকায় চার ঘণ্টা উদ্ধার কার্যক্রম চালিয়েও কিশোরটির কোন খোঁজ মেলেনি। পরে বিকেল সাড়ে ৫ টার দিকে উদ্ধার কার্যক্রম ওইদিনের মতো শেষ করা হয়।
তিনি আরও বলেন, রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে নদীতে আবারও উদ্ধার কার্যক্রম চালায় ডুবুরি দল। অবশেষে বিকেল পৌনে ৪ টার দিকে গোদারবাজার এলাকায় নদীর তলদেশ থেকে আসিফের মরদেহটি উদ্ধার করা হয়। তার পা চোরাবালুতে আটকে ছিল।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]